সর্বজন বশীকরণ কাজল ও চাউল পড়া মন্ত্র —গণক্কার
সর্বজন বশীকরণ কাজল ও চাউল পড়া মন্ত্র
( ১ ) হলদে বর্ণের গরুর ঘৃত দ্বারা প্রদীপ জ্বালিয়ে কাজল তৈরী করতে হবে । এই কাজল কালী পূজার রাত্রে তৈরী হওয়া চাই । পরে এই কাজল উক্ত “ওঁ নমাে ভগবতে” মন্ত্রে ১০৮ বার অভিমন্ত্রিত করে চোখে দিলে সকলকে বশ করা যায় ।
( ২ ) রবিবার , পুষ্যানক্ষত্র ও অমাবস্যা যেদিন একসঙ্গে যুক্ত হবে , সেইদিন টগর , কুড় , তালীপত্র একত্রে পেষণ করে রেশমী কাপড়ে প্রলেপ দিয়ে মােটা বাতি প্রস্তুত করবে । পরে সরিষার তেলে ঐ বাতি ভিজিয়ে প্রদীপ জ্বালাবে । তার ওপর মানুষের মাথার খুলি ধরবে । এই সমস্ত কার্য গভীর রাত্রে করতে হবে । এবার মড়ার খুলিতে যে কাজল পড়বে , সেই কাজল রেখে দিতে হবে। যখন প্রয়ােজন হবে , পূর্বোক্ত “ওঁ নমাে ভগবতে” মন্ত্র দ্বারা কাজল ১০৮ বার অভিমন্ত্রিত করে চোখে দিতে হবে। এই কাজল চোখে দিয়ে যার দিকে চেয়ে দেখবে , সেই বশীভূত হবে ।
সর্বজন বশীকরণ চাউল
রবিবার শুভ মুহূর্তে মড়ার মাথার খুলি নিয়ে তাতে চাল ভর্তি করে , আগুনে চড়িয়ে দিতে হবে । একটু ভাজা ভাজা হলে নামিয়ে রেখে দিতে হবে । প্রয়ােজন বােধে এক রতি মাত্রায় সেই চাল নিয়ে , অর্থাৎ ৮ / ১০ টি চাল নিয়ে ‘ ওঁ নমাে ভগবতে ’ মন্ত্র দ্বারা ১০৮ বার অভিমন্ত্রিত করে অভীষ্ট ব্যক্তিকে খাওয়ালে সে অবশ্যই বশীভূত হবে।